卐卐卐 মনষ্কামনা 卐卐卐
¤◇¤◇¤◇¤◇¤◇¤
শিব প্রসাদ হালদার
হে জননী জগৎমাতা!
জানাই আমি শত প্রণাম,
এক মনেতে ডাকি তোমায়-
পুরন করো মনষ্কাম!
চরণ পরে নোয়াই মাথা,
দাও আমাকে চরণধূলি-
হৃদয় জুড়ে উঠুক জেগে,
ফুটুক মুখে ভক্তি বুলি।
ভক্তি মাঝেই মুক্তি পেতে,
তোমায় আমি সবই দিলাম-
এক মনেতে ডাকি তোমায়,
পুরণ করো মনষ্কাম!
স্মরণ করে তোমার চরণ,
মর্ত্য হোক স্বর্গভূমি-
জগৎ পরেই আসুক নেমে,
স্বর্গের সেই পূণ্যভূমি!
বিশ্বজুড়ে বিরাজ করুক,
উঠুক হোয়ে শান্তিধাম-
এক মনেতে ডাকি তোমায়,
পুরণ করো মনষ্কাম !!
——☆——