স্বীকারোক্তি
নন্দিতা চক্রবর্ত্তী
———
আমার স্বপ্নভরা রাত
তোমার বুকে বুক রেখে
জীবনের রুপ রস গন্ধ
শুষে নিতে চাই আমি।
কষ্টের স্মৃতিরা
তোমাদের হাতে হাত রেখেই দেখেছি
কালো রাত ছিন্ন ভিন্ন করা জীবনের সূর্যোদয়।
আমার আবেগ মাখা ফেলে আসা সময়
তুমিই আমার হাত ধরে
পার করে দিয়েছো যন্ত্রনার মুহুর্ত।
ধুকপুক করা হৃদয় আমার
আমাকে রক্ষা করেছ প্রলোভনের হাত থেকে।
শিখিয়েছো ভালবাসতে।
উপেক্ষা করতে সমস্ত অপ্রিয়তা।
আমার বন্ধুরা
পাশে থেকেছো আমার অসময়ে,
সুখে দুখে, আনন্দে ব্যথায়।
শিখিয়েছো নিজেকে নিঃশর্তে উজাড় করে দিতে,
বিশ্বাস করতে, নির্ভর করতে।
বুঝিয়েছো আমি তোমাদেরই।
–~০০০XX০০০~–