আমি নই আর ভুলো
প্রেমাঙ্কুর মালাকার
কর্তা বলেন, গিন্নিকে তার,
ভুলো বলো অকারণ –
সিনেমা দেখছি, তবু সতর্ক,
কতোনা আমার মন!
সিনেমা হলের, মধ্যে আমার,
আসিনি ছাতাকে ছেড়ে-
এমনকি দেখো, তোমার ছাতাও
তুলে আনি নেড়ে চেড়ে!
গিন্নি বলেন, তুমি ভুলো নয়,
খুললে চুরির খাতা-
বাড়ি থেকে আসি, যখন দুজনে,
কেউ তো আনিনি ছাতা!
–~০০০XX০০০~–