বিশ্বকর্মা কে !
নন্দিতা চক্রবর্ত্তী
আকাশ জুড়ে উড়ছে কত ঘুড়ি
নানা আকার নানা রঙের ঢল।
আকাশ ফাটা ভো কাট্টা স্বরে
দিক্ বিদিকে ছুটছে ছেলের দল।
ইঁটের ভাটায় ব্যস্ত মানুষ কত
হাড় বেরোনো শরীর, ছেঁড়া জামা।
সেই ইঁটেই ব্যস্ত শ্রমিক দল
গড়ছে প্রাসাদ গড়ছে কারখানা!!
চাষের ক্ষেতে ঝরায় যারা ঘাম
ঘামের দামে ফসল ফলে মাঠে।
যাদের কঠিন পরিশ্রমের দামে
আমাদেরই জঠর জ্বালা মেটে!!
ঘরের কাজে যারা মেলায় হাত
যাদের ঘামে পরিচ্ছন্ন পথ
ছুটিয়ে গাড়ি চলছে যারা পথে
আমাদেরই পুরতে মনোরথ!!
কাজের মাসি, কলের শ্রমিক, গাড়ির কারিগর
রক্তঝরা পরিশ্রমে সাজায় সবার ঘর।
যাদের সেবা, পরিশ্রমে আমরা দুধে- ভাতে
তাদের রাত অনাহারে, অর্ধাহারেই কাটে।
কুমোরটুলির ব্যস্ত শ্রমিক সাজায় সারি সারি
কাঠ খড়ের কাঠামোতে মাটির মূর্তি ভারি ভারি।
রাত পেরোলেই পথে পুজোর মাতন শুরু হবে
মাটির ঠাকুর তুমিই বলো বিশ্বকর্মা কে!!!
–~০০০XX০০০~–