শৈশব
******
মৌসুমী ঘোষাল চৌধুরী
শৈশবে কেউ দু টাকার বালা
কিনে দিয়েছিল,
এত প্রিয় সে ছিল তার জন্য
জমানো খুচরো সোনা দিয়ে বলেছিলাম;
বুকের ভিতর গোলাপ আছে;
আর সেই রমনী, ক্যান্সার শরীরে
বলেছিল কোলে মাথা রেখে কাঁদ।
আমাকেও এত আদর করে
কেউ ডাকে নি,
মুখে অন্ন তুলে সে প্রতিদিন
ভালোবাসার অক্ষর দিয়েছিল;
আর আমার ঘরে মৃত চাঁদ
ফেরাবে কোনো অভিশাপ,
আমি অনেক যন্ত্রণায়
শুধু ঘরে ঘরে তার প্রান
ভিক্ষা চেয়েছি।
দিয়ে ও ছিলাম সুজাতার পায়েস।
সব ব্যর্থ; শুকিয়ে শুকিয়ে চোখের নদী
আমিও ভিক্ষুক নাবিক।
ঢেউ এসে তছনছ চিঠি
আমি ও ভাসিয়ে দিলাম।
প্রভু এত অভিশাপ !
যখনই আঁজলা ভরে শিউলি
কুড়োই দুর্গা স্তবে।
সে ঘরের মাটি আমি ছিলাম না,
তবু সেই দাগে ভরিয়ে দিয়েছ নিয়তি।
আমার ঘরের মাটি ভিন্ন দুর্গোৎসব ব্যর্থ।
এমন অভিশাপ !
কেন ” দূরে অগৌরবে ফেলে দিলে ! ” জন্ম।
–~০০০XX০০০~–