মন চায়
✍ অনিমেষ চ্যাটার্জি
মন চায় বেরিয়ে পড়ি মাঠের পরে,
আকাশ যেথা মাটির সাথে গল্প করে।
আকাশ নীলে সবুজ ঘাসে মিলে গেল,
খালের পাড়ে আলোর পথে মন মিলালো।
আকাশ জুড়ে মেঘে রোদে লুকোচুরি,
মাঠের পরে ছেলের হাতে লাটাই ঘুড়ি।
মন কেড়েছে চাষের ক্ষেতে সবুজ ধান,
হারালো মন মেঠো পথের বাউল গান।
শরৎ সকাল স্বপ্ন ভেজা কাশের বন,
ভোরের বেলা শিউলি গন্ধ মাখছে মন।
দূরের পানে গাছের দল আর তালের সারি,
গ্রামের পথে আটচালা আর মাটির বাড়ি।
নদীর বুকে জেলে নৌকো অনেক দূর,
ভাসছে হাওয়ায় মাঝির ভাটিয়ালি সুর।
মন মেতেছে গ্রাম বাংলার গন্ধ পেয়ে,
তাই বুঝি আজ প্রকৃতিতে যায় হারিয়ে।
দেখছে যা তাই লিখছে আজ পাগল মন,
কি যে ভাবে, কি যে লেখে সারাক্ষণ।
–~০০০XX০০০~–