মনের বেদনা
বিপাশা অধিকারী
মনের বেদনা বোঝাই কাকে?
সবাই পড়ে রয়েছে ইন্টারনেটের জগতে ! যেন আবদ্ধ মনে, কোন এক সহজলভ্য দুনিয়ায় !
ওইযে তুলোর মতো মেঘ; ভেসে চলে দিক-দিগন্তে !
সে চলেছে কোথায় ? কেউ কি তার খোঁজ রাখে ? আর কোথায় গেল উড়তে থাকা সেই উদাসীন চিলটা? দূরের সবুজ বন । নিবিড় ঘন কি শান্ত !
তার মধ্যে পায়রাটি আমার হাতে গম খেয়ে গেল। শোনালো তার শেখা গানটা !
বিবেকানন্দ বলেছেন “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”। হ্যাঁ এই আনন্দটাই ঈশ্বর ।
কিন্তু! বর্তমানে এই কথা মানে কয়জন ? আমি বোঝাই কাকে ? ওই যে ! সকাল হলেই মেয়েটির whatsapp এ মুখ !
এটাই কি আসল মজা! এটাই কি সুখ ?
ইন্টারনেটের দাম আছে প্রত্যেকটা জিনিসের অফুরন্ত !
শুধু দাম নেই মনের বেদনার চূড়ান্ত !!!!!
–~০০০XX০০০~–