ইচ্ছে ডানা
আগন্তুক
“””””””””””””””
ইচ্ছে করে,,
ডানা মেলে , মেঘের সাথে উড়ি !
মরুভূমির বালু চরে , বৃষ্টি রূপে ঝরি !
ইচ্ছে করে ,,
কৃষক যেথা চাইছে বসে বারী, সেই হাতটি সেথায়
গিয়ে,চাপটি করে ধরি !
জ্ঞানের বিকাশ নাই যেখানে ,নাই এক কানা কড়ি!
শিক্ষারুপে সেইখানেতেই , মুষল ধারায় পরি !
ইচ্ছে করে ,,
তপ্ত রৌদ্রে খাটছে যারা , ক্লান্তিতে বিষম হারা ।
সূর্য্যকিরণ ঢাকিয়া দিয়া ,তাদের উপর চড়াই ছায়া!
পাষণ্ড আর চন্ডালের প্রাণে , ভড়াইয়া দিই প্রেমের মায়া !
ইচ্ছে করে ,,
পরম দুঃখে আছে যারা,অন্ন বস্ত্র গৃহ হারা ।
তাদের মাঝে বিলিয়ে দিই যা আছে মোর হিসেব ছাড়া !
সুখের ছায়া আসুক নেমে,শান্তিস্রোতে ভাসুক তারা,
ইচ্ছে করে ,
মন্ত্র শিখি মানুষ গড়ার , অসৎ যারা ভণ্ডামিতে আত্মহারা!
সমাজ টাকে করছে যারা, ভগ্ন রূপে ছন্ন ছাড়া ।
দিয়া হাত তাদের মাথাতে , ভরাইয়া দিই,সততা
পরহিততা তাদের আত্মাতে !
প্রেমসাগরের মিলন মেলার , থাকুক তারা,সব খেলাতে !!
ইচ্ছে করে,,
সূর্যালোকে যাই যেনো মিশে,
আঁধার কালো যা আছে সব মোছাইয়া দেবো
এক নিমিষে !
ইচ্ছে করে,,
ভূতলেতে যাই যেনো তলিয়ে ,
সর্ব জীবের আস্তানা আর তৃষ্ণা মিটিয়ে !
ইচ্ছে করে,,
মিলে যেনো যাই বিশ্ব বাতাসে,
প্রাণ স্পন্দনের জীব-বায়ুর প্রতিটা শ্বাস-প্রশ্বাসে !!
ইচ্ছে করে,,
রই যেনো ভূতলে অটুট বিশ্বাসে ।
–~০০০XX০০০~–