☆★☆”তিরস্কারে এলো পুরস্কার”☆★☆
○●○●○●○●○●○●○●○●○●○
শিব প্রসাদ হালদার
সেই ছেলেবেলায় কবিতা লেখায় সবে হাতেখড়ি
শুধু লিখি আর পড়ি,
হয়না ভালো-ছিড়ে ফেলি তড়িঘড়ি।
স্কুল পেরিয়ে যেতেই
এদিক ওদিক হারিয়ে গেলাম কত সহপাঠী।
ঠিক মনে নেই-
বহুদিন পর চলন্ত ট্রেনে ক্ষণিকের দেখা
কথা হ’ল-বললাম,
বন্ধু! এখনও লিখি গল্প, কবিতা, গান—–
হ’ল না খুশী, বললো-
“মনে হয়, হয়েছে পাগল-গেছে বুঝি মাথাটা!
যারা লেখে কবিতা——।”
হঠাৎ হর্ণ বাজলো, ছেড়ে দিল ট্রেন-চলে গেল;
শুনলো না-জানলো না সহপাঠী–
এখন যা লিখি তাতো পরিণত, হয়না কাটাকাটি
তার পরেও কেটে গেছে বহু বছর
এসেছে অনেক সুখ্যাতি-সুনাম।
চিঠি পেলাম-এসেছে আমন্ত্রন, মঞ্চে উঠলাম-
আজকের প্রধান অতিথি পুলিশ মন্ত্রী,
আমার সেই ছোট্ট বেলার সহপাঠী।
আজ সে অভিভূত-সে আনন্দিত।
আমায় জড়িয়ে ধরে বললো-
“একদিন আমিই করেছিলাম বিদ্রুপ-তিরস্কার,
আর আজ আমার হাতেই দিতে হচ্ছে তোমায়
প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার।”
◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇