জীবন কথা
———-
নন্দিতা চক্রবর্ত্তী
জীবন শুধুই কাব্য কবিতা নয়
কারো কাছে সে ভালবাসাহীন গদ্য।
অঙ্কের খাতা খুলতে যেওনা সেথায়
স্বপ্ন যেখানে চুরমার হল সদ্য।
বেঁচে থাকা যখন দিনগত পাপক্ষয়
লাঞ্ছনা জোটে , দুমুঠো খাবার নয়,
অপরাধ কার? প্রশ্ন গুমরে মরে
জীবন নেয় না জবাবের দায় ভার।
জ্যামিতির মতো সুত্র খুঁজতে পারো
বেঁচে থাকাতেই কেন এতো জটিলতা,
তর্কের ‘পরে তর্ক উঠবে জমে
অথবা মিলবে শুধুই উদাসীনতা।
অঙ্কের খাতা, জ্যামিতি সুত্র যত
মেলাতে পারেনা জীবনের জটিলতা।
কিছু নেই যার অনাবিল সুখি সেও
সব আছে যার তারও মনে ব্যাকুলতা।
জীবন শুধুই নিজের নিয়মে চলে
উদাসী পথিক নেয়না কিছুরই দায়।
কোনো শাখা তার ফুলে ফলে অবনত
কোনটা আবার নিস্ফলা থেকে যায়।
–~০০০XX০০০~–