একটু যদি
কিশোর বিশ্বাস
একটু যদি করতে আমার জন্য
লুট হত না আমার পেটের অন্ন
ন্যায়ের পক্ষ একটু যদি নিতে
জাল দলিলে যেত না মোর ভিটে ।
সেদিন তুমি বাঁধা দিতে যদি
বইত নাকো এমন রক্ত নদী
সেদিন তুমি একটু সরব হলে
ভয় পেয়েই যেত ওরা চলে
সেদিন তুমি ধরতে যদি মসি
খসে পড়ত ওদের হাতের অসি
সেদিন তোমার একটা উপদেশ
বিপ্লবে ভাসিয়ে দিত দেশ ।
প্রতিবাদী যতই ভাব নিজে
আমার রক্তে তোমার আসন ভিজে ।
–~০০০XX০০০~–