সুখ না শান্তি
সোমনাথ প্রামানিক
বৃষ্টি বলে কান্না আমি
দুষ্টু মেঘের চোখে ।
আমি বলি মিষ্টি তুমি
রাখবো তোমায় সুখে ।
সুখের অর্থ অনেক আছে
কোনটা তুমি জানো
যে সুখে তে শান্তি আছে
সেটাই আসল মেনো ।
জগৎ মাঝে অনেক কাজই
লোভের বশে হয়
সেই কাজেতে আমার আবার
চিরতরে ভয় ।
শান্ত ,স্নিগ্ধ সুস্থ জীবন
মানুষ ই আশা করে
দিয়ে সেটা জ্বলানজ্বলি
অনেকে আবার মরে ।
দেখবে তুমি নয়ন মেলে
দাঁড়িয়ে আমি আছি
এটাই আমার প্রতিশ্রুতি
ভেবো না মিছিমিছি।
–~০০০XX০০০~–