প্রেম এক মুহূর্ত
সুপর্ণা দত্ত
খুব ভাল কেটেছিল ফাগুনের সেই সন্ধ্যেটা
স্নিগ্ধ সমীর শান্ত সলিল নিস্তব্ধ ছিল গঙ্গার পাড়ে,
গঙ্গার ঘাট ছিল প্রায় জনমানবহীন নিরিবিলি
ছলাত ছলাত জল পড়ছিল সিঁড়িতে আছড়ে।
দু’জনে মুখোমুখি ,চোখেতে চোখ থাকা ক্ষণকাল
নির্বাক চেয়ে থেকে ছিলে কয়েক মুহূর্ত,
মনের মাঝে যত অভিমান-রাগ হারিয়ে
হৃদয়পুরে উঠেছিল জেগে প্রেম বিমূর্ত।
সেই সে দূরের আকাশ আবীর রাঙা
দূরে ল্যাম্প পোষ্টের আলোটাও ছিল স্মিত,
আকাশের নক্ষত্রেরা যেন বলেছিল হেসে-
এমনই সে ক্ষণ যেন ছিল বহু প্রতিক্ষিত।
মন চেয়েছিল হাতটা একটু ধরি তোমার
প্রকাশ করতে পারিনি নেহাতই লজ্জায়,
তুমিও তো চাওনি একটিবার
মানবিকতা ছিল তোমার অস্থি-মজ্জায়।
বুঝিয়েছিলে ভালবাসা কত পবিত্র!
সেখানে থাকে না কোনো কামনা-বাসনা,
সেখানে থাকে শুধু পরস্পরের বিশ্বাস
থাকে না কোনো স্বার্থ- কোনো ছলনা।
সাঁঝবেলাতে ভ্রান্ত পথিক পথহারা হলে
ঠিক যেমনটি ধ্রুবতারা হয় পথ প্রদর্শক,
জীবনের এই সাঁঝবেলাতে দাঁড়িয়ে ভাবি
তুমিই আমার ধ্রুবতারা তুমিই পথ নির্দেশক।
—oooXXooo—