ঐ দেখো তোমারা চিতা জ্বলছে দাউ দাউ করে, মানুষের সব অধিকার পুড়ে যাচ্ছে এক এক করে। সবাই দেখে দিচ্ছে জোরে জোরে হাততলি, অধিকার থেকে কি হবে দিয়ে দেও সব জলাঞ্জলি। অধিকার থেকেও যদি না থাকে রাখার অধিকার, তা পুড়ে যাওয়াই ভালো সবাই হয়ে যাও নির্বিকার। সবাই নির্বিকার থাকলে অধিকার হত্যা করা সোজা, কে ভালো, কে মন্দ নহে এতো সোজা বোঝা। দাউ দাউ করে চিতার আগুন জোরে জোরে জ্বালো, সবাই নির্বিকার থাকো কেহ কিছু নাহি বলো।।।