শীতের আমেজ
প্রিয়াঙ্কা দাস (পাত্র)
কন কনে ঠান্ডা।
পরে যদি ডান্ডা।
বাবাগো মাগো বলে
ছুটে যায় পান্ডা।
হাতেতে কফির কাপ
উষ্ণ গরম ভাব,আহা কী আরাম।
শীতেতে শীতের ড্রেস স্টাইলে সেলফি বেশ।
সান্তার জয়গান, পিকনিকের ঢল বড়দিনের আগমন
কেকের কেনার রেশ,
আহা শীত ফিরে আসো বারে বার দিতে আমেজ।
—oooXXooo—