মা ও কন্যা
মৌসুমী ঘোষাল চৌধুরী
ও আমার স্বপ্নকুমারী ধানের শিষ,
চড়াই হাঁটিহাঁটি শুরু
যখন তোর পথেঘাটে
শ্বেতকমল মেলেছে পাঁপড়ি;
চলারই পথে ঘুঙুর পায়ে
তোর আঁকাবাঁকা গতিপথে কিশোরী ঢেউ,
তরী বয়ে যায় মনমাঝি মনটার যেন করণ।
অবেলায় বেলা শেষ আঙিনায় ওগো,
ভোর-ভৈরবী রাগিনী তোর ঠুং ঠাং বেহাগের
সুরারোপেই সাজো সাজো সাজে,
শ্রাবন এসেছে দুয়ারে,
এসেছে সেতার।
—oooXXooo—