ঝরা বকুলের ঘ্রাণ!রাখে শেষ অবদান!!
প্রেমাঙ্কুর মালাকার
পথে ঝরে পড়া
পাঁচটি বকুল ফুল ;
ফুঁটিয়া ঝরিয়া
পড়িতে ওরা আকুল!
ফুঁটবার পালা
শেষ আসন্ন প্রায়-
ধরণী ধূলায়
ঝরিয়া মরিতে চায়?
মন চঞ্চল
বুঝি মেলে-দল তাই;
ধরণীর বুকে
নিতে চায় শেষ ঠাঁই?
ঝরা বকুলের
ফুলেও মধুর-ঘ্রাণ!
বিলিয়ে-মিলিয়ে
রাখে শেষ অবদান!!
—oooXXooo—