গতিময় জীবন
মৃনাল কান্তি বাগচী
—————
যার ভালো করতে চেয়েছিলে, সেই বুঝলো তোমায় ভুল,
ভুলকে ফুল ভেবে হয়োনা তাই ব্যাকুল।
পরকে আপন ভেবে যতই পেতে চাও মনের সান্ত্বনা,
পর পরই থাকে, সে বোঝেনা মনের বেদনা।
বেদনা পারাবারের সৈকতে কত বেদনার ঢেউ আছড়ে পড়ে,
তাতে কি বেদনা কমে বেদনার পারাবারে?
জীবন পারাবারের মনের বেদনা নিজেকেই সইতে হয়,
এ ধরায় বেঁচে থাকতে হলে জীবন রাখতে হয় গতিময়।
জীবনের গতি রুদ্ধ হলে,বেঁচে থেকেও হয় মরন,
সে মৃত্যু নয়কো মহান, নাইবা হোক সে মৃত্যু দর্শন।
সবাইতো আর সৌভাগ্য নিয়ে জন্মায়না পৃথিবীতে,
কিছু কিছু মানুষকে দুর্ভাগ্যকে তাই নীরবে হয় সইতে।
দুঃখ, বেদনার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন,
এ ধরায় কেউ কারো নয়, যতই ভাবো কাউকে আপন।।।
———– +++++ ———–