আমার বলতে
বাবু বিশ্বাস / আগন্তুক
আমার বলতে মোহ মায়ার ছোট্ট সংসার..
ভাবের ঘরে খুব আদরে যাদের ছুঁতে পাই!
আমার বলতে অবাধ কিছু চাওয়া-পাওয়ারা..
ফুরিয়ে যাবার ক্ষণিক পরেও জ্বলে ওঠার হাই!
আমার বলতে মুক্ত বাতাস শূন্য মহাকাশ..
বুকের মাঝে আগলে রাখার বসুমতি মা!
বন্ধুসখা নদী পাহাড় অরণ্য মরুভূমি..
সবের মাঝে সব মিলিয়ে বিশ্ব-পাড়া’গা!
আমার বলতে আর কিছু না তাদের হৃদয়ঘর..
যেথার আমি নিত্য পথিক নিত্য যাযাবর!
যেথার আমি পাখপাখালী ছোট্ট কুসুমকলী..
যেথার আমি স্বেচ্ছাচারে লক্ষ পাতাবাহার!
আমার বলতে এইটুকুই যা সীমার মাঝে অসীম..
রাগ অভিমান খুনসুটি আর প্রেম অন্তহীন..
এসব নিয়েই জীবনচক্র রোজনামচার হাট..
আমার বলতে যা কিছু সব এদের কাছেই ঋণ!
আমার বলতে আর কিছু’না তাদের হৃদয়ঘর..
যেথার আমি নিত্য পথিক নিত্য যাযাবর……..
—oooXXooo—