“ভালো আছি — ভালো থেকো”– এই শুভেচ্ছা বার্তাটি ঘুরে ফেরে সর্বত্র সর্বক্ষণ, ফেসবুক, ইনস্টাগ্রাম,হোয়াটস্অ্যাপ,গুগলের, কত কি যে আছে,ভালো আছি ভালো থেকো জানাতে। এই ভালো থাকা কী? এই ভালো থাকা কেমন? নাকি এই ভালো থাকার কোনো সংজ্ঞা আছে! এই ভালো থাকার কোনো নিয়ম-রীতি আছে! কেবলই বলি, “ভালো আছি, ভালো থেকো”। ভালো থাকা কি কারুর হাতের নাড়ু নাকি? কেউ বলবে,তবে ভালো থাকবো নয়তো সবটা ফাঁকি। যার যা আছে তাই নিয়েই ভালো থাকো– এই কথাটা যদি বাস্তবিকই ঘটতো দিনের পর দিন কেউ লড়াই করতো না। অধিকারের দাবীতে পথে পথে কেউ আন্দোলন করতো না। বাঁচার জন্য জীবন সংগ্রামে কেউ পা বাড়াতো না। কূটনীতি বা রাজনীতিরও কোনো দরকার পড়তো না। যার যা আছে তাই নিয়েই সবাই ভাল, থাকতো। চাষীর ছেলে চাষ করতো বা কুমোড়ের ছেলে কুমোড় হত, ক্ষত্রিয়রাই শুধু দেশের জন্য যুদ্ধ করতো, আর ব্রাহ্মণরা বংশ পরম্পরায় শুধু পুজোই করতো। কোথাও কোনো অসঙ্গতি বা বিবাদ হত না। ভালো কি সত্যিই থাকে কেউ নাকি থাকতে পারে? নাকি সবাই যতটা পারে ভালো থাকার ভান করে।
এই যে দেখুন, পাড়ার পল্টনদা,বেজায় গরীব– এক্কেবারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তবুও তার মুখে কখনোই ‘মন্দ আছি’ শুনিনি, মুখে সর্বদা এক গাল হাসি নিয়ে বলেন,’ভালো আছি’। আবার ধরুন,পাশের পাড়া থেকে আসা ফুলমণি- কাক ভোরে সংসার সামলিয়ে আরও ন’বাড়ি সামলায়। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পর সন্ধ্যায় যখন ঘরে ফেরে মদ্যপ স্বামী বিশ্রী ভাষায় গালাগাল দিয়ে বলে,’সময় হল?’ তবুও জানেন পরের সকালে সে মুখ ভরা হাসতে ভোলেনা। বাড়ি-বাড়ি গিয়ে বলে,” আমি ভালো আছি, তোমরা?” আবার ঐ যে পাড়ার মোরে রামু,একটা পা নেই, ভিক্ষা পেলে দুটি ভাত পায় নয়তো পায় না, যেদিন ভিক্ষা পায় না সেদিন সৎমার লাথি-ঝাঁটা খায় অথচ রোজ সকালে রাস্তার মোরে হাসি মুখে সে ভালোবাসার- ভালো থাকার গান শোনায়।
অথচ ঊমাপতির ঘরে ক্ষমতা আর টাকার লড়াই অহংকার আর কুর্শীর লড়াইয়ের মাঝে হাসতে ভুলে যায়। এই যে আপনারা,পাঠক মহাশয়-মহাশয়ারা, আপনারা হলপ করে বলতে পারেন কি? আপনারা সবাই ভালো আছেন, কোনো সমস্যা নেই, না, এমন কোনও মানুষ নেই যার কোনো সমস্যা নেই, প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা আছে, তবুও তার মাঝে সকলেই ভালো থাকার চেষ্টা করেন, আসলে জীবন যুদ্ধে লড়াই করে চলেছেন সবাই, আজ সবাই বাঁচতে চাইছেন লড়াই করেই। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়, ভালো থাকার রসদ লড়াই করেই অর্জন করতে হয়। মোদ্দা কথা — লড়াই করো, লড়াই করেই ভালো থাকো, ভালো থাকার ভান করো।