দশটি অণু কবিতা
রতন চক্রবর্তী
সত্য ——-
অভিমান করে চলে গেছে সত্য
কোন সে দূর দেশে |
বেজায় আনন্দে মিথ্যে এখন
সত্যের আসনে বসে ||
সেবা ——–
আপন পকেটে না দিয়ে হাত
পরের পকেটটি কেটে ,
জনসেবার নামে আত্মসেবায়
সেবকেরা টাকা লোটে |
শান্তি ——
যতই তোমরা ওড়াও শান্তির পায়রা
আসবে না মোটেই শান্তি ধরায় |
শান্তি যদি আনতে চাও সত্যই সত্যই
আঘাত হানো বিভেদের প্রাচীরটায় ||
শিক্ষা ——
এ জগতে জাগায় শিক্ষা শিক্ষিতরা সব
শুধুই স্বার্থের চেতনা |
বিপ্লব!দূর ছাই !থাক থাক ওসব থাক
বলে,নিজে বাঁচো না ||
সাম্য —–
মঞ্ছে মঞ্ছে বাজচ্ছে কেবল
সাম্যবাদের গান |
বাস্তবে যায় যে দেখা শুধুই
অসাম্যেরই বান ||
মৈত্রী —–
একালে মৈত্রীর বন্ধন যেন
একটা ফসকা গেড়ো |
মতের সাথে না মিললেই মত
ছাড়ো ,হাতটি ছাড়ো ||
ঐক্য ——-
ঐক্যের ডাক দিয়ে বাক্য করে ব্যায়
মানিক্য পকেটস্থ করা ওদের উদ্দেশ্য |
আদর্শলিপির এই বানান কয়টা তাই
ওরা রেখেছে ভালোই মুখস্থ ||
প্রগতি ——-
প্রগতিটার লেস মাত্র নাইরে ভাই
আছে গাল ভরা বুলি |
শিক্ষা-দীক্ষা,ধর্ম-কর্ম ইত্যাদি ইত্যাদি
সব , গুড়েতেই বালি ||
প্রেম ——–
প্রেমের নামে জগৎ জুড়ে দেখো
চলছে শুধুই অভিনয় |
প্রেম শূন্য বক্ষে করছে বাস শুধুই
পাষান সম হৃদয় ||
মন ——
ফুলের মতো মনটা এখন
বিষে ভরে গেছে |
মনের সাথে মনের মিলন
অচিন দেশে গেছে ||
—oooXXooo—