কামোফ্লেজে কচ্ছপ
প্রেমাঙ্কুর মালাকার
থমকে দাঁড়াই, কাঠের গুড়িতে,
জায়গাটা ঘিরে রাখা-
কী আছে এখানে? বিভ্রম জাগে!
পুরো মাঠ ফাঁকা ফাঁকা!
মুখ লেজ সব, হাতপা সমেত,
খোলের ভেতরে রেখে;
এবড়োখেবড়ো, পাথর ভাববে,
যে কেউ হঠাৎ দেখে!
ভালো করে দেখি, পিঠে কুঁজ ভরা,
কচ্ছপ চারখানা-
দেখে শুনে লাগে,বিশাল পাথর,
বুঝি কোথেকে আনা!
পাশে রাখা আছে, এক কচ্ছপ,
কংক্রিটে গড়া সারা;
জ্যান্ত গুলোও জ্যান্ত লাগেনা,
নীরেট পাথর ছাড়া!
মনে হয় কটা, বাগানে কালচে,
পাথর জগদ্দল –
শীত ঘুমে কাবু, নড়নচড়ন,
আর নেই চলাচল!
প্রস্তরবৎ, ওদের দেখলে,
বনের সিংহ বাঘে;
পিঠে দাঁত নখ, কি করে ফোঁটাবে?
কিকরে আনবে বাগে?
—oooXXooo—