উদক
স্বপ্না নাথ
কোরোনা অপচয় এক ফোটা পয়,
‘জীবনটা তো পদ্ম পাতায়,’মহাজনে কয়।
এ ধরার তিনভাগ আবৃত উদকে,
তবু মোরা মিঠে পানি হারাবো অলখে।
পাতালেতে ছিল যত অম্বুর আকর,
শোষকের শোষণে শুকায় রত্নাকর।
সঞ্চিত তোয় যদি বৃদ্ধি না পায়,
বসে বসে নিধনে শূন্য হয়ে যায়!
জীবনে যদি না জীবন মেলে,
শুকাবে বৃক্ষরাজি কালের কবলে।
শ্যামলে সুজলে ভরা
ধরার সংসারে,
যুগে যুগে ধ্বংসিত কালের উদরে।
আমরা না যদি রাখি, নিরের পুরি,
অচিরেই ভুগবে যে উত্তরসূরি।
এসো না মানব কুল অঙ্গীকার করি,
পৃথিবীর সম্পদ দেব তারে ফিরি’।
কোন কিছু নয় তো অসাধ্য নরের,
চেতনা উদয় হোক হৃদয়ে মোদের।
তবু যদি সুজনের
সুমতি না হয়,
কে ঠেকাবে শেষ দিন,
সে মহাপ্রলয়?
—oooXXooo—