স্বপ্নপূরী
রণজিৎ মন্ডল
কি যে হয়ে গেল,
সব কেমন যেন এলো মেলো
মনে হলো,
যা দেখলাম তা অনুভবেই
রয়ে গেল।
যাকে দেখলাম, যাকে আবার
দেখতে চাইলাম,
নিমেষে মনের আঙ্গিনায়
মেঘের মত ঝির ঝির করে
ঝরে গেল।
মনটা ভিজে কাকের মত
অবাক হয়ে চেয়ে রইল,
এদিক সেদিক খোজাখুজি
তারপর হতাশায় না পাওয়ার বেদনায়
কোথায় যেন উড়ে গেল।
কাঁচা ঘুমের স্বপ্নে যেন
আমায় ডেকে বলল,
আমি এসেছি, চোখ খুলে দেখ
আমি কে?
চোখ খুলতেই ঝর ঝর বৃষ্টি
দুচোখে ঝরে পড়ল,
পিচ্ছিল মনের পথে
কাদা মাটি মেখে, একা
সারথিহীন রথে,
ভালোবেসে সখী হারিয়ে গেল,
মনের বনে পথহারা পথিক
তাকে খুজতে খুজতে
আবার স্বপ্ন দেখার আশায়
ঘুমিয়ে পড়ল।
কি যে হয়ে গেল কিছুই
পাওয়া হল না,
শুধু একরাশ কালো মেঘ
মনের আকাশে জমে রইল।
—oooXXooo—