বাতাস
স্বপ্না নাথ
দেখিনা নয়নে তোমায়,
অনুভবে আছো,
স্পর্শের শিহরণে,
বহমানে বাঁচো।
কোথা হতে আসো তুমি?
শেষ কোথা তোমা,
জগতের ঘূর্ণনে চলা আর থামা।
কায়া হিন, বর্ণহীন সতত বিরাজ,
কখনো পাগলপারা,
কখনো নিলাজ।
কখনো বা গর্জনে,
হাহাকার ওঠে,
প্রলয় নাচনে লয়,
হাটে মাঠে ঘাটে।
মলয় পর্বত হতে,
কখনো গমন,
জুড়াতে তো জুড়ি হীন,
প্রাণী তনু মন।
তোমাহিনে জীবকুল,
বাঁচে নাকো এক পল,
অলখেতে ধরি হাল,
অনন্তর চলাচল।
কত নামে জপে সবে,
সাথে নিয়ে মহাধন,
শেষের সময় এলে,
ত্যাগে তোমা সমীরন।
—ooXXoo—