প্রজন্ম সূত্র
মণিকা বড়ুয়া
দিকে দিকে ছুটছে আলো
শারদ শুভেচ্ছা
মাতৃপুজার মন্ত্র
বিশ্বে কী ভীষণ আকুলতা!
হারানো সব সৌখিন আসবাব
দিনে দিনে পাল্টে যায়
রঙ রূপ নিয়ম কানুন
ফ্যাশন বাটি আঁকড়ে ধরে সময়—
প্রজন্ম সূত্র কোথায়?
বিপর্যস্ত মাটি পিতৃপুরুষ খোঁজে—
—ooXXoo—