পুঞ্জিত মেঘে সূর্য দেয় নি উঁকি!
উঁচু উঁচু মেঘে কম বৃষ্টির ঝুঁকি!!
প্রেমাঙ্কুর মালাকার
সকালবেলায় ঘুম ভাঙে নাই,
দেরী হয়ে যায় মেলা-
ঝিলিক বললো “হাঁটতে যাবে না,
আজ কে সকাল বেলা?”
এও বলে দিলো তুমুল বৃষ্টি,
হয়েছে রাত্রে কাল!
দেখছি আকাশে প্রমাণ রেখেছে,
মেঘে মেঘে জটা জাল।
এখন বৃষ্টি থেমে গেছে পুরো,
আর তো ঝরে না টানা-
আমি পথে নাবি প্রভাতী ভ্রমণে,
ঝুনু করে আজ মানা!
আকাশে মেঘের ঘোর ঘনঘটা,
সূর্য দেয়নি উঁকি ;
অনেক উঁচুতে পুঞ্জিত মেঘে,
নেই বৃষ্টির ঝুঁকি!
হাঁটতে হাঁটতে একা একা চলি,
পরিচিত চেনা পথে-
শীত কন কন রশ্মি রুদ্ধ,
রবির কিরণ রথে!
দূরের পথের প্রান্তে সাজানো,
রক্ত-করবী গাছে;
আজ ফুল নেই রিক্ত শূন্য,
কলি তলে পড়ে আছে!
বাড়ির পাশের রক্তকরবী,
গাছ থেকে ফুল তুলে –
মাকালীর পায়ে দেবো অঞ্জলি,
আমি তো যাইনি ভুলে!
—ooXXoo—