নদীর জলে অভিমান
মৃনাল কান্তি বাগচী
ও নদী, সাগরকে তুমি বলিও
আমার সকল অভিমান
ভাসিয়ে দিয়েছি তোমার জলে,
তুমি সেই অভিমান সাগরকে দিয়ে দিও
সাগর যেন, তা না দেয়
অবহেলায় ছুঁড়ে ফেলে।
সাগর যদি, আমায় অবহেলা করে,
আমি তাতে দুঃখ পাই,
আমিতো আছি দূরে তাকে ছেড়ে।
সাগর যদি না বুঝে
আপনজনকে ছেড়ে থাকা কত কষ্টকর,
অভিমান নদীতে ভাসিয়ে দেওয়া ছাড়া
থাকে কি আর?
অভিমান, ভালোবাসা যখন
ভেসে যায় নদীর জলে
শুধুই একাকীত্ব থাকে জীবনে,
সময় কাটে অশ্রুজল ফেলে।
যাকনা,অভিমান, ভালোবাসা
ভেসে অথৈ জলে,
যদি সাগর,সেই ভালোবাসা,অভিমান
অন্তর থেকে গ্রহন করে
নেয় মিটিয়ে ফেলে।।।
———#######——–