অণুবীক্ষণ
রতন চক্রবর্তী (জ্ঞানভিক্ষুক)
“”””””””””””””””””””””””””””
পৃথিবীর ঘূর্ণিপাকে হয়ে বিভ্রান্ত আমরা
দেখে থাকলেও সূর্যের উদয় অস্ত
বাস্তবে তার উদয় অস্ত নাই |
সর্ব সময়ই উদীয়মান থেকে তিনি ধরায়
ছড়িয়ে দেন দীপ্ত আলোক ধারা
বাস্তব কথাটি জানি সবাই ||
তেমনি জন্ম মৃত্যু এই যে খেলা চলছে ধরায়
ও দুটো শুধুই যে নামের প্রভেদ মাত্র |
জন্ম মৃত্যু বলে কিছুই নাইরে ভাই ব্রম্মান্ড মাঝে
দেখো রেখে জ্ঞানের অণুবীক্ষণ যন্ত্র ||