মাতৃনাম
দীননাথ চক্রবর্তী
অভাব মায়ের রক্ত চন্দন বিল্বপত্র সাধন রে,
আঘাত যত রক্ত জবা চরণ ছোঁয়া মায়েররে।
দুখের জ্বালা হবন শমিত হোমাগ্নিতে পঞ্চভূত,
নিন্দা – মন্দ অবহেলা ধূপ ধূনা মন্ত্রপূত ।
অশ্রু আমার গঙ্গাজল চরণ ধোয়া অমৃত,
হাহাকারে শঙ্খ ঘন্টা সর্বহরা সর্বভূত।
ব্যর্থ যত জপ তপ ইষ্ট সাধন দীপারতি,
ক্ষুধা পীড়া যুপকাষ্ঠ ত্যাগ বৈরাগ্য সারথী ।
—oooXXooo—