বৃষ্টি সকালবেলা!
জল তরঙ্গে খেলা!!
প্রেমাঙ্কুর মালাকার
টাপুর টুপুর বৃষ্টি নুপুর!
আষাঢ়ে সকাল বেলা-
গাছের পাতায় বৃষ্টি মাতায়!
জল তরঙ্গে খেলা!
জলে টুপটাপ পাতা ধুয়ে সাফ,
কী খুশির শিহরণ;
নাচে আহ্লাদে!কতদিন বাদে!
আজ এলে বর্ষণ!
গাছ তরুলতা কানে কানে কথা,
বলে বৃষ্টির সাথে-
গ্রীষ্মে কাহিল! ওরা সাবলীল!
আষাঢ়ের ধারাপাতে!
মেঘে আর গাছে প্রেম প্রীতি আছে,
গাছ মেঘ ডেকে আনে –
বনে-জঙ্গলে মেঘ দলে দলে,
সারা দেয় আহবানে!
বিশ্বদূষণ বাড়ে প্রতি সন,
স্থায়ী সমাধান বন;
মরু বিজয়ের কেতনেই ঢের,
বনের বিস্ফোরণ!
বুনে চলো তরু কমে যাক মরু,
সবুজ ধরণী তলে-
প্রাণে গান জাগে, মল্লার রাগে,
আষাঢ়ের ধারা জলে!
—oooXXooo—