আক্ষেপ (3)…
✍️ প্রদীপ সরকার
সকাল হলেও তবু হলোনা প্রকাশ আজও, তাহার প্রাণের আলো।
মুছলো না হায় আমার সারা মনের কাম ময়লা গুলো।
প্রাণভরে ভালবেসে তবু মোর প্রেম পাওয়া হলোনা।
হায় রে ভাগ্য মম, সে যে মোরে দেখা কভু দিলোনা।
কত আলো, সে যে ছড়িয়ে দিলো, আমার কল্পনায়।
যুগান্তের সাধনা, হয়ে এলো বৃথা, আজও তো দেখা সে দিলোনা আমায়।
সেই শেষ যেদিন তারে দেখেছিনু আঁখিপাতে।
সেই স্মৃতি আজও মোর তাজা আছে হৃদয়েতে।
জানিনা প্রাণের আলো মোর, কবে যে প্রকাশ পাবে।
কবেই বা সেই প্রিয় মরমে প্রেম ঢেলে দেবে।
জানিনা কত জনম মোরে কোথা কোথা নিতে হবে।
হৃদয়ের প্রেমে মোরে, কবেই বা সে আপনারে, তার প্রাণমাঝে ডেকে নেবে।
—oooXXooo—