সাতটি তারার তিমিরের তলায়
শ্যামাপ্রসাদ সরকার
তাহাদের মুখখানি আজও
শীতলপাটীর মত রয়ে গেছে
তমিস্রার আড়ালে কোথাও!
শিশুদের চঞ্চল স্পর্শ
ভেঙে দেয় স্থবির অশান্ত গার্হস্থ্য
তারপর পথ খুঁজে পায় বন্ধনহীন দিশা
চলমান একেকটি শব যেন!
তুমি জল ভেঙে চলে এসেছিলে
কি নিদারুণ অস্থিরতার পরে
কবোষ্ণ ঘুম তারপরে
বড় বেশী আকাঙ্খিত ছিল।
জারুলের ছায়াটুকু যেখানে অম্লান
তার নীচে শুয়ে আছি আজন্মকাল।
—ooXXoo—