বাস্তব
জলফোড়িং
হ্যা,এখন বাস্তবটা খুব কঠোর,
হ্যা,এখন বাস্তবটা খুব কঠোর,
দুঃখে , হাসিতে মিলিয়ে চলছে
একটি একটি করে বছর।
মধ্যবিত্তদেরই চলছে না দিন,
নিম্ন বৃত্তদের কথা কি বলবো,
খবরের পেপারে এক এক দিন,
এক এক নতুন রসালো গল্প ।
কোথায় এদের কথা তো শুনতে পাই না, পাইনা কোন খবর।
আহারে মরছে তারা
আবার পাতার ভাঁজে পড়ছে তারা কবর….
হ্যা,এখন বাস্তবটা খুব কঠোর,
লাখ লাখ মানুষের পেটে লাঠি পড়ছে,
সাধারণ ব্যবহৃত দ্রব্য পেট্রোলের দাম আকাশ ছুঁছে।
মানুষ এখন বড় অসহায়,
পালাবার কোন পথ নাই,
গরিবদের খাওয়ার জন্য ঘরে নেই ভাত,
এদিকে বড়লোকেদের AC তে কাটছে রাত,
দুমুঠো অন্যের জন্য যাচ্ছে তারা রেশন তুলতে,
এদিকে জোড় চুরি করে অন্যের ওজন পুরোটাই দিচ্ছে পাল্টে,
কোথায় পাবে এরা ঠাই!!
হাই ভগবান,
কোথা গেলে? কটা সৎ মানুষ পাই,
হ্যা,এখন বাস্তবটা খুব কঠোর,
হ্যা,এখন বাস্তবটা খুব কঠোর,
বদলে গেছে সকল মানুষের জীবনের সফর,
গুলি,বোমা ,ডাঙ্গায় ভরে গেছে পৃথিবী!!
গ্রাজুয়েট পাশ করা ছেলেটা হয়েছে মিস্ত্রি।
খাকি জামা পরা পুলিশ এরা অসুরের রূপ ধরেছে,
এইতো কদিন আগে , পঞ্চায়েত ভোটে আন্দোলন করা মেয়েটা কে….. ইস কি করেছে,,