ফসকে গেলো…..
✍️ প্রদীপ সরকার
রাস্তার ধারে শুয়ে ওই, ঘেয়ো কুকুরটা চেঁচায় ঘেউ, ঘেউ ঘেউ ঘেউ।
খানিক চেঁচিয়ে শেষে, হয়ে যায় নিশ্চুপ, ওর কথা শোনার মতো যে হায়, আজ নাই কেউ।
ব্যাস্ত সবাই আজ নিজের চরকায় তেল লাগাতে।
কার পা চাটলে যে মিলবে কিছু, সময়টা কেটে যায় তার খোঁজ করতে।
ঠিক এমনই যেন ঘটনা নানা ঘটে চলেছে, আজকের এই সমাজের বুকে।
কিছু মানুষ কুকুর যেন আজ দেখি চায়,
নিজেকে বিলিয়ে দিতে ওই ভুঁইফোঁড় নেতাদের পায়, কেবল বাঁচতে জীবন অলীক সুখে।
ও পাড়ার সুকান্তটা মনে হয় বোকা বেশ।
যেন একদম এক হাঁদার একশেষ।
ভালো তো লাগে ওর কোনও সস্তার লেনাদেনা বিশেষ।
তাই সে নেতার পায় লাগায়নি একটুও তৈল।
নিশ্চিত ফল তার, যা ছিলো হবার তা হলো।
সরকার দিলো ঘর, তবু সবকিছুই যে তার, হাতটা ফসকে চলে গেলো।
—ooXXoo—