ওরা কাজ করে ওরা কাজ করে গ্রামের মাঠে মাঠে দিকে-দিগন্তে। ওরা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে।। ওরা লাঙল চালায়,কোদাল কোপায় বন্ধা জমিতে । ওরা ফসল ফলায় আমাদের মুখে অন্ন জোগাতে।। ওরা পারেনা নিজের সন্তানের মুখে আহার জুটাতে। ওরা পারেনা সুখ-স্বাচ্ছন্দ আর বিলাসিতায় গা ভাসাতে।। ওরা যে জর্জরিত মহাজনের কাছে আপাদ-মস্তক ঋণের বোঝাতে। ওরা কাজ করে ওরা কাজ করে শহরের অলিতে-গলিতে। ওরা কাজ করে ক্ষুধার জ্বালা নিভাতে।। ওরা কাজ করে ওরা মাটি কাটে,খোয়ার পরে পীচ ঢালে রাস্তা বানাতে।। ওরা ইমারত গড়ে শহরবাসীকে রোদ-বৃষ্টি থেকে বাঁচাতে। ওরা কাজ করে বলে সারাদিন পরে শান্তির নীড়ে তোমরাও পরো ঘুমাতে।। ওরা নিজেরা থাকে রোদ-বৃষ্টিতে রাস্তার পাশে ফুটপাতে। স্বর্গীয় আলো-বাতাসে বাঁশীর সুর আর মাদলের তালে চায় ক্লান্তিকে ভুলতে।। ক্লান্ত শরীর শ্রান্ত দেহ বোঝে না তাদের কষ্ট কেহ তবুও ওরা রোদ-ঝড়-জলে ভিজে-পুড়ে ওরা কাজ করে দিনে-দুপুরে ওরা কাজ করে।। ✊✊✊