হরিদ্বারের মন্দির
প্রেমাঙ্কুর মালাকার
হরিদ্বারের, বুকে ঘুরে ঘুরে,
দেখি আরো মন্দির –
আনন্দময়ী, মা’র মন্দিরে,
কত ভক্তের ভীড়!
“কনখল” ঘুরে, দেখি মন্দিরে,
রুদ্রাক্ষের গাছ ;
তপ্ত পাথর, দৌড়ে পেরোই,
পদতলে লাগে আঁচ!
নরনারায়ণ, মন্দিরে এসে,
লই ক্ষণ বিশ্রাম –
কাঠবেড়ালির, ঝাঁক খেলা করে,
ফুলে ফুলে অবিরাম!
গঙ্গার ধারা, বইছে সবেগে,
শিব-পার্বতী ধামে;
পুণ্য সলিলা, গঙ্গার তীর,
ধন্য শিবের নামে!
—ooXXoo—