সে কি নারী!? সে কি পুরুষ!? নাকি সে অর্দ্ধনারীশ্বর!? কেন এই অবিনশ্বর একান্ত চেয়ে থাকা! ‘তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে’! প্রাণের সে কোন টানে একে অপরের পানে এমনি বিধুর মধুর করে নিরন্তর কে চেয়ে থাকে!? কাকে ফেলে কে এসেছে কোথা!? নদী জল গাছ ফুল ফল পাখি আকাশ বাতাস সূর্য তারা চাঁদ জ্যোৎস্না মাখা তট ভূমি পটভূমি সীমান্ত সীমন্ত দ্যুতি! এতো যে রঙের বিভাস সব কিছু সব নীরব কী এক আকুতি নিয়ে চেয়ে আছে কার মুখ পানে!? কেন বা কে জানে কোন সে অজানা বিধানে পরস্পর টানে আছে মিলে মিশে বাস পাশাপাশি তবু কেহ কাহাকেও ভালো মত নাহি জানে! চিনি তবু অচেনা এক পরিসর চিকের আড়ালে বসে থকে! ধরা সে দেয় না কখনো করুণ বিরহী চোখে দূর থেকে তোমাকে আমাকে তাকে অবিরাম ডেকে যায় অনন্ত মায়ায় সুদূর সঙ্গম!