অশ্রুসিক্ত
দীননাথ চক্রবর্তী
আমার অশ্রুজলে ভেজে যদি
তোমার শুষ্ক বুকের তৃষ্ণা ,
তবে দাও দাও কাঁদিয়ে সখা
আঘাতে আঘাতে বজ্ররেখা
অশ্রুজলের বন্যা
মিটায়ে শুষ্ক বুকের তৃষ্ণা ।
হোকসে যত নিঠুর কঠোর
সেযে গোলাপ কাঁটার যাতনা ,
ঊষর নিড়ায়ে পলি সিক্ত
কুসুম কাননে অভিষিক্ত
সেইতো প্রেম ‘ বন্দনা
মিটায়ে বুকের তৃষ্ণা ।
দাও দাও কাঁদিয়ে দাও
সেতো জ্যোৎস্না ভরা পূর্ণিমা ,
বুকের নদী উজান তুফান
স্রোতে স্রোতে ধাবমান
ঝর ঝর ঝর ঝর্ণা
মিটায়ে বুকের তৃষ্ণা।
—ooXXoo—