কাছে ছিলাম যখন
মূল্য দেওনি তখন,
এখন চলে এসেছি দূরে
তবে কেন বক্ষ ভাসাও
অশ্রুনীরে?
মানুষ দাঁত থাকতে
নেয়না দাঁতের যত্ন,
যখন তা পড়ে যায়
বুঝতে পারে তা কত ছিল
রত্ন ।
সময় থাকতে আমরা
দেইনা সময়ের মর্যাদা,
যখন হারিয়ে যায়
তখন দুঃখ হয় সদা।
সেই দুঃখ করে
হয়না কোন লাভ,
তাতে আফশোস করতে হয়
সময় যে বড়ই দুর্লভ।।।