মালতী
মৌসুমী ঘোষাল চৌধুরী
********
দুপুর বেলা, দশ বাড়ি বাসন মেজে
বললে যখন ” আজ বোনের বাড়ি নিমন্ত্রন “।
ভাঁড়ার ঘর প্রায় শূন্য আমারো।
আমি বোনা আসনে তোমাকে বসিয়ে
ভাত বেড়ে দিই। আয়োজনে পোস্ত, বিউড়ির ডালের বাটি। পাশে জলের গ্লাসটি।
এক পায়ে ভর করে কালো কেশকন্যা
তোমার অল্প অল্প পাকা চুলে সিঁথিময় সিঁদুর।
ছোট্টো ললাটে সিঁদুর গোলা টিপ।
দু চোখে আ্যনিমিক শ্বেত কমল।
পায়রার শ্বাসথলির মত।
আমি কোথায় হারিয়ে গেছি।
হারিয়ে গেছে তোমার চুমু তুলে রাখা সিঁদুর কৌটো ও।
শুধু হাত দুটো চুমে আমার
পথঘাটে বলে যেতে,
” বোন আজ হরিসভা যাবে? ”
গাইবে কি, “কৃষ্ণ কলঙ্কের ই জ্বালা
বলেছিল মালতীর মালা। “
—oooXXooo—