বরফ চাদরে মোড়া সরস্বতী
প্রেমাঙ্কুর মালাকার
পুরু বরফের, বিশাল চাদরে,
নদী সরস্বতী ঢাকা-
ফাটলের ফাঁকে, দেখা যায় স্রোত,
বয়ে যায় আঁকাবাঁকা!
সামনে বদরী, গরম উধাও,
পাহাড়ে বরফ ছেয়ে;
সে বরফ গলে, পাহাড়ি ঝরণা,
নদীতে নাবছে ধেয়ে!
চড়ছি চড়াই, এলাম বদরী,
পাহাড়ের পাদদেশে –
মাঝখানে তার, বয় সরস্বতী,
খল খল হেসে হেসে!
উঁচু উঁচু সব, পাহাড়ের চূড়ো,
বদরীনাথকে ঘিরে;
কোথাও জমাট, বরফ বিছানো,
উঁচু পর্বত শিরে!
—oooXXooo—