প্রেয়সী
শ্যামাপ্রসাদ সরকার
জানি, আলো হাতে নিয়ে হয়ত বসে আছ!
আঁধারমাণিকের দলে অচিনপ্রহরী সব,
আজকেও যদি জেগে থাকে প্রতিবিম্বময়,
সেজন্য জমা করে রেখেছি দু’চোখের পাতা,
ক্ষমার দূর্বলতাতে না দিয়ে সাড়া
আজ বসে থাকব চিরন্তর প্রতীক্ষাবাসরে।
আজ উঠে আসে অজস্র জাফরানী দিন
ভেতরে দাঁড়ের শব্দ শুনি, অজানা নৌযাত্রাপথে
তবুও এখন থেমেছি, এভাবেই তো থামতে হত…!
জানি! সে অবয়বে কারুণ্য প্রতিক্ষণে
এসে ডাক দিয়ে গেছে অস্থির সময়ে
সেই অবিকল্প জারুলের তলায়
সাথে রেখে গেছে অতিপ্রিয় বাগানেতে,
বসে শোনা অক্ষরের দোয়েল -কোয়েল
আর তাদের আনন্দ পুলকের ডাক!
যদিও আর্তনাদটিও থেকে গেছে,
প্রতিটি মুগ্ধতার ব্যবচ্ছেদ শেষ হল বুঝি,
ততবু খুঁজে নিয়েছি আলোকবর্তিকার পথ,
জেনে নিয়ে ফেলে তমিস্রার পরিণতি
কুন্ঠিত হাতে লিখে রেখেছি জয়স্তুতি সব।
তুমি বরং তুলে রাখ, কঠিন সিন্দুকে ভরে
শুধু যত পরাজয়কাহিনি আমার।
—oooXXooo—