যখন অনেকেরই অনেক কিছু নেই থাকার বলতে এক আকাশ উৎকণ্ঠা নিদ্রাহীন রাত্রি শ্মাশানে শ্মাশানে যাতায়াত আর দুচোখ টলটল ।
তখন তোমার আছে মাথাভরে কাঁড়ি কাঁড়ি বুদ্ধি বৈভব ব্যস্ততা গাড়ি ব্রাণ্ড ওভারসীজ সুইজারল্যান্ড চেম্বার মঞ্চ দাদা দিদি আরো যেন কতো কি?
তবু যেন সবচেয়ে বেশী বেশী করে আছে ফাঁকি আর যন্ত্রণা । হয়তো তুমি বলবে আমি মানুষ ভুল ভ্রান্তির মানুষ , তবু তুমি একবারো বলছোনা সীলমোহরের তুমি মোহর কেবল সীল নও সহমর্মিতা তোমার মন অনুভূতি হৃদয় মৃত্যু ব্যর্থতা ।
অথচ তুমি জেনেও জানোনা তোমার রাতের বিছানা জলন্ত চিতা প্রতিদিন শবের মতো পোড়ো আবার সকালে বাঁচো দম দেওয়া পুতুল এক।