“দামীর চেয়ে দামী”
রণজিৎ মন্ডল
চিনতে তোমায় না পারে তো
চেনাতে কাউকে যেও না,
অমূল্য তোমার ভালোবাসার
অপমান মেনে নিও না।
যা আছে সে তোমার আছে,
নাই বা থাক দাম কারো কাছে,
ভালোবেসে কাউকে মনে দূঃখ
যেন দিও না।
হীরে, পান্না, জহর দামী,
ওসব কিছু চাই না আমি,
টাকায় সবই মেলে জানি,
নেই যেখানে ভালোবাসা হোক্ না
সে যতই দামী,
অনাহূতের অনাদরে সেদিকে
ফিরে চেও না।
জানি আমি নইকো কবি,
মনে তবু জ্বলছে রবী,
তার সে জ্ঞানের প্রদীপ জ্বেলে
আমায় ভালোবাসায় ভরিয়ে দিও।
পচন ধরা এই সমাজে,
আসবে না কেউ তোমার কাজে,
আসবে তোমায় পচিয়ে দিতে,
পচা যারা তোমার চেয়ে,
মনের জোরে বিদায় দিও।
জল বিনে তল যায় না বোঝা,
শুকনো ডাঙায় কাঠের বোঝা,
পাহাড় থেকে ঝরণা ঝরে,
নদীগুলো যায় যে ভরে,
গতি সবার সাগর পানে তাকেই
শুধু মেনে নিও।
বড় মনের মানুষ হলে,
ভালোবাসার সাগর জলে,
রইবে ডুবে মনটা যে তার,
পারো যদি তার মনেতেই
ভালোবাসায় ডুবে যেও।
—oooXXooo—