ব্যক্তি জীবন
শ্রী নীলকান্ত মনি
মনের আকাশে যখন যা যে ভাবে
আসে ভেসে
অভ্যাস মত শব্দের জাল বুনে
তাকে সে ধরে রাখে!
অতীত ও বর্তমান
সেখানে জুড়ে বসে থাকে!
অতীত কে বাদ দিয়ে
বর্তমানে থাকা
কখনও সম্ভব হয় নাকি!?
কখনো কখনও মাঝে মাঝে
অবসাদ আসে
যা কিছু তার নিজের বলে থাকে
দেয় সব এলোমেলো করে, তবু তার
ভালো না থেকে
উপায় কি কিছু আছে!?
ব্যক্তি জীবন
সাড়া-শব্দ কখনও
কোনো কোন থেকে
না পায় যদি,
মন কি তাবলে ছেড়ে দেয়!
থেমে থাকে!
তোমরা হয়তো কখনও তাকে
পথে একা ফেলে
সহসা ছেড়ে যাবে নির্দয় ভাবে
অপাংক্তেয় ভেবে!
ভয় ও ভাবনা জেগে থাকে,
সবে মিলে
সে অন্তর্গত ভবিষ্যৎ
সর্বদা কাঁটা হয়ে থাকে!
ভাগ্য, তার অলক্ষ্য তূণে থাকা বাণ
ছোঁড়ে, বিদ্ধ করে
হয়তো তখনও যা অজানা
করে হাসা-হাসি
অবহেলা অসীম উপেক্ষা তে!
জীবন তখনও
স্বপ্নের নানা ছবি, ভালো-মন্দ
অবিশ্রাম সতত যায় এঁকে!
সে অবশ্য জানে না ঠিক কি ভাবে,
সে কোন মহা মন্ত্র জাদুতে
সে বেঁচে থাকে!
মুনি ঋষি গণ অতীত কালের
বলেছেন
অমৃতের পুত্র সে,
হয়তো তাই সেই বরাভয়
তাকে তখনও
অফুরান আনন্দ-বেদনা আবেশে
বাঁচিয়ে চলতে থাকে!—oooXXooo—