নোয়াখালী খালি নয়, নারিকেল সুপারি হয়, আবার পান ভালো চট্টগ্রামের তাও লোকে কয়।
ঢাকার লোকের রান্না ভালো, জামদানির শাড়ি, ফরিদপুরের খেঁজুরের গুর, যশোরের চিরুনি, আবার সিলেটের চা খেয়ে মনে শান্তি হয়। আবার পান ভালো চট্টগ্রামের তাও লোকে কয়।
বরিশালের বালাম চাল, রাজশাহীর আম, জগৎ জোড়া নাম রে ভাই জগৎ জোড়া নাম, আবার পদ্মা নদীর ইলিশ মাছ মুখে লাইগ্যা রয়। আবার পান ভালো চট্টগ্রামের তাও লোকে কয়।
পাবনা লোকের ভাবনা কম, রংপুরে কি হয়রে রং ? আবার কুমিল্লার শিতল পাটি শুয়ে আরাম হয়, মাছে, দুধে, ভোজন রসিক বাঙালি শান্তিপ্রিয় হয়।। আবার পান ভালো চট্টগ্রামের তাও লোকে কয়।