আড় ভাঙ্গার বাহাদুরি দেখাতে গিয়ে আজ বড্ড পর্যুদস্ত। কোনদিন ভাবতেও হয়নি এমনি ভাবে হ’তে হবে বাকরুদ্ধ! ক্ষোভের মাঝে ক্ষুব্ধ বুলি -আজ হয়েছে অভিশাপ, নিজের অপরাধ ঢাকতে গিয়ে বড্ড চমকেছে সেদিন- মঞ্চে উঠেও মিটিয়েছে ক্ষোভ কিন্তু আজ ? নিরবে নিভৃতে বারেবারে ভাবতে হচ্ছে সেই কথাগুলি। আত্ম-অহঙ্কারে করেছে সেদিন অবজ্ঞায় অসম্মান অপরের অসম্মানে প্রাপ্ত তৃপ্তি আজ হয়েছে বুমেরাং এতদিনের সুনাম যেন হ’তে চলেছে ম্লান কি এক অসহ্য যন্ত্রণা নিয়ে পথ চলা— “অগ্রণী”র পথে ইট পাথরও যেন করে উপহাস ওরা যেন বারে বারে বিদ্রূপে দেয় বার্তা “সে পারলো-তুই পারলি না? উস্কানিতে সেদিন যারা করেছে ক্ষিপ্ত তারা কিন্তু আছে ভালো, চেয়ে দ্যাখ- ক্ষোভ মিটাতে গিয়ে আজ অন্তজ্বালায় জ্বলে তোর মুখ পুড়ে হয়ে উঠেছে কিন্তু কালো———!”