আ পো স
আগন্তুক
আবার যদি কোনো ক্ষণে আসি,
জাপটে ধরে বলো ভালোবাসি!
জুড়তে পারি ফের আমাকে আমি,
ভুলতে পারি তোমার দেওয়া আঘাত শতরাশি।
দেখতে পারি তোমার চোখেই স্বপ্ন,
বাইতে পারি তোমার ভাঙা নাও!
ডুবতে পারি আগের মতই দুঃখে,
তুমি যদি তাতেই সুখ পাও!
ফের আগের মতই হতে পারে সব,
যেমন সারথী তুমি , আমি রথ।
তোমার ইচ্ছেতেই চলা থামা আমার,
তোমার গন্তব্যই আমার যাত্রাপথ।
দুদিনের এই জীবনবাহি তটে,
বিরহ শোকে জ্বলবো না যে আর!
দুজন দুজনকে মানিয়ে নেবার সাথে,
ভরিয়ে তুলবো সুখেতে সংসার।
—oooXXooo—