ছবি টি পাঠিয়ে যা বলতে চেয়েছো তা একদম ঠিক! আমিও তো তাই চাই! সে যেন শুধু মাত্র শিক্ষার অঙ্গন জুড়ে দাপাদাপি না করে! সে ইচ্ছা শক্তি দীক্ষার আঙিনা টি ও না হয় এবার মাতিয়ে ই দিক! সে প্রকাশিত হোক প্রবল আকার নিয়ে নিত্য নূতন নবীন আঙ্গিকে! নব সৃষ্টির রশ্মি জাল ফেলুক না ছেয়ে দিগন্ত মণ্ডল উঠুক না ভরে সব হাত কর্ম-চঞ্চল সব প্রেরণা মুকুল উঠুক না ফুটে! যেখানে যতেক আছে অপরিচিত মূক মুখ হোক আলোকিত আলোড়িত হোক যতো প্রাণ কর্ম-আঙিনায়! নয়তো কেবল শিক্ষার বুলি কপচানোই সার হবে একে অপরের দোষ খুঁজে সারে উপর কেবল কলহ করেই যাবে, পাবে না কিছুই! তাদের লেখনী তুলি ছেনি ও হাতুড়ি কাস্তে ধান শিষ ঘাস ফুল চাষের জমিতে খেটে ফলাক ফসল সবুজ সরণি উঠুক না গড়ে চোখের আরাম আর প্রাণের বৈভব এনে দিতে! শিক্ষা সে শুধু দিতে পারে শুষ্ক জ্ঞান আচরণ তার প্রতি মুহূর্তের সে অনুশীলন যাকে দীক্ষা বলে আহরিত সে জ্ঞানের প্রকাশ প্রয়োগ আশা করে প্রতি হাত হতে! সমুদ্রে যদি ঢেউ আছে বুঝতে হবে বাতাস সেখানে ক্রিয়া শীল! অপেক্ষা বাতাসের অনুকূলে দাঁড় বাওয়া! সে পথ অতিক্রমে যদিও বা কোন বাধা আসে সে টিকতে পারবে না সুবিধা পাবো ই আশু কালে লক্ষ্যে পৌঁছে যেতে!